একটু একটু করে শেষের দিকে এগোচ্ছে ইউএস ওপেন। এবার অপেক্ষা কেবল ফাইনালের। যে কারণে বিশ্ব টেনিসাঙ্গনে এখন চলছে উন্মাদনা আর রোমাঞ্চের স্ফুরণ। গত বৃহস্পতিবার রাতে শেষ চারে জেসিকা পেগুলাকে ৪-৬, ৬-৩ ও ৬-৪ গেমে হারিয়ে ফাইনালে পৌঁছে গেছেন আরিনা সাবালেঙ্কা।
নিউ ইয়র্কে চলছে তারকাদের আধিপত্য। দুর্দান্ত জয়ের ছন্দটা ধরে রেখে ফের হাসলেন নোভাক জোকোভিচ, কার্লোস আলকারাজ ও আরিনা সাবালেঙ্কা। চতুর্থ রাউন্ডে জিতে কোয়ার্টার ফাইনালের টিকিট কাটলেন এ ত্রয়ী তারকা। তিনজনই পেলেন সরাসরি সেটের অনায়াস জয়। দারুণ জয়ে সুইস কিংবদন্তি রজার ফেদেরারের রেকর্ডও ভেঙেছেন জোকোভিচ।
একের পর এক টাইব্রেকার জিতে চলেছেন আরিনা সাবালেঙ্কা। বেলারুশ তারকাকে যেন কেউ থামাতেই পারছেন না। টাইব্রেকারে টানা ১৮ জয় তুলে নিয়ে রেকর্ডটা আরো একটু বাড়িয়ে নিলেন ইউএস ওপেনের এই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। কানাডিয়ান প্রতিপক্ষ লেলাহ ফার্নান্দেজকে হারিয়ে পৌঁছে গেছেন টুর্নামেন্টটির শেষ ১৬ পর্বে।